বিসমিল্লাহির রাহমানির রাহিম,
প্রিয় বন্ধুরা,
শুভ বিকাল,
সবাইকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আপনাদের মাঝে উপস্থাপনা করব শ্রমিক দিবস উপলক্ষে আমাদের কোম্পানির আয়োজিত অনুষ্ঠান।
প্রতি বছরের ন্যায় এ বছরে মে মাসে আমাদের কোম্পানি শ্রমিক দিবস উদযাপন করেছেন আপনারা হয়তোবা সবাই জানেন ১৯৮৮ সালে ইউকেতে একটি আন্দোলনের মাধ্যমে আটঘন্টা ডিউটি সবার জন্য বরাদ্দ করা হয় আর এখন ওই নিয়মেই সমস্ত দেশেই এটাই পালন করা হয় মে মাসের এক তারিখে আমাদের ছুটি ছিল তাই ঐ দিন আর এই দিনটা উদযাপন করি নাই।
যাইহোক গতকালকে আমাদের কোম্পানি এই দিনটা স্মরণীয় দিন ছিল আর সেই কারণেই উদযাপন করেছে প্রথম পর্যায়ে সবাইকে উপহার স্বরূপ একটি করে ছাতি একটি কলম এবং একটি কপি খাবার খাবার মগ উপহার দিয়েছে প্রথমে আমাদের বস সবাইকে ডেকে ডেকে হাতে হাদিয়া উঠিয়ে দেয়।
এরপর শ্রমিক দিবস উপলক্ষে আমাদের বস কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখে আমরা সেগুলো খুব মনোযোগসহ করে শুনি। যাইহোক মূল আকর্ষণ হল দুপুরের খাওয়া-দাওয়া খাওয়া-দাওয়া শুরু করার আগে এই মাসে যাদের জন্মদিন ছিল সবাইকে ডেকে জন্মদিন পালন করা হয়।
জন্মদিন পালন করা শেষে এবার খাওয়া শুরু হলো আজকের খাওয়ার আয়োজন ছিল মুরগির মাংস ও বিরানি সেইসাথে আরো ছিল দুই থেকে তিন প্রকার কেক। আমি এখানে প্রতিটা খাবারের ছবি উপস্থাপনা করেছি এবং এই দিনের সমস্ত কার্যক্রম স্মৃতি হিসেবে ছবি তুলে রেখেছি।
এতক্ষণ ধরে এই ছিল শ্রমিক দিবস উদযাপনের সুন্দর একটি দিন আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।