Lunch is organized at our company.

বিসমিল্লাহির রাহমানির রাহিম,
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
শুভ সন্ধ্যা,
সবাইকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালা অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আপনাদের মাঝে শেয়ার করব আমাদের কোম্পানিতে এই সপ্তাহে দুপুরের খাওয়ার আয়োজন করেছিল।

আজকের এখানে ব্যবহৃত প্রত্যেকটা ছবি হোয়াটসঅ্যাপ থেকে নেওয়া হয়েছে কেননা আমার ফোনটা বাড়িতে রেখে গিয়েছিলাম।

আমি মালয়েশিয়ার একটি লিকুইড কোম্পানিতে কাজ করি এখানে প্রায় প্রত্যেক মাসেই দুই এক দিন কোম্পানির তরফ থেকে দুপুর অথবা রাত্রের খাবারের আয়োজন করা হয় বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে এগুলো আয়োজন করে। যেমন আজকে যে খাবারের আয়োজন করেছিল এটা মূলত আমাদের কোম্পানির বড় বস এসেছিল সেই জন্য সবাইকে একত্রিত করে দুপুরের খাওয়ার ব্যবস্থা করে।

গ্রুপ ফটো উঠানোর প্রথম পর্যায়ে

খাওয়ার আগে প্রায় এক ঘণ্টার মতো মিটিং হয় সেফটি সম্পর্কে আমরা যে কাজ করি সে কাজ কিভাবে আমাদের জীবনকে সুরক্ষা করবে এবং বিপদকে এড়িয়ে প্রতিনিয়ত কাজ করতে পারি সে সম্পর্কেও আলোচনা করে। নিজেকে মধ্য আমরা সবাই উপস্থিত ছিলাম এবং বসের কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনে।

যাই হোক মিটিং শেষ হবার পর আমরা সবাই এক জায়গায় হয়ে গ্রুপ ফটো উঠাই এখানে আমাদের কোম্পানির সকল ব্যক্তিরাই উপস্থিত রয়েছে আলহামদুলিল্লাহ আমি অনেক গর্বিত যে ফ্রান্সিস এই কোম্পানিতে জব করতে পেরে এখানের কাজের মর্যাদা দেওয়া হয় সবাইকে সমান চোখেই দেখে। এছাড়াও আমরা যে কাজ করি না কেন তার সঠিক মূল্যায়ন করে থাকে। তো বন্ধুরা এই ছিল দুপুরের খাওয়ার আয়োজন এবং মিটিং সম্পর্কে আমার আজকের আর্টিকেল আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

0.02370071 BEE
0 comments