বিসমিল্লাহির রাহমানির রাহিম,
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
শুভ বিকাল,
সবাইকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আপনাদের মাঝে শেয়ার করব আজ সকালের কাজের কিছু বিষয়।
আপনার অনেকেই জানেন যে আমি মালয়েশিয়ায় একটি নাইট্রোজেন কোম্পানিতে জব করি এখানে আমার প্রতিদিন ১০ ঘন্টা ডিউটি সকাল আটটা থেকে শুরু হয় এবং সন্ধ্যা সাতটা পর্যন্ত আমি কাজের জায়গায় থাকি যাই হোক আজ সকালবেলা এসেই কিছু কাজ সুপারভাইজার দেখিয়ে দিল।
সেই প্রেক্ষিতে আমিও আমার রুমমেট দুইজন একসাথে একটি ট্যাংকিতে স্টিকার লাগাতে চাই এগুলো হলো নাইট্রোজেন ট্যাংকি। এগুলোতে বিভিন্ন লোগো লাগাতে হয় যাতে করে মানুষ বুঝতে পারে এর ভিতরে লিকুইড নাইট্রোজেন রয়েছে।
এক একটা লোগো এক একটা সিম্বল এক এক ধরনের যাতে করে মানুষ খুব সহজেই বুঝতে পারে এর ভিতরে কে ধরণের গ্যাস রয়েছে যেমন যদি কার্বন ডাই অক্সাইড থাকে তাহলে তার আলাদা রকম লোগো লাগানো হয় ঠিক যদি co2 গ্যাস থাকে তাহলে আলাদা রকম লোগো ব্যবহার করি।
প্রথমে আমরা আজকে সবচাইতে বড় একটি লোগো লাগায় এটি হলো আমার কোম্পানির লোগো আমার কোম্পানি প্রায় ৪০ টা দেশে ব্যবসা করে মালয়েশিয়াতে এই কোম্পানি দুই জায়গায় রয়েছে আমরা এই কোম্পানিতে দীর্ঘদিন যাবত কাজ করছি এবং দক্ষতার সাথে প্রতিটা ট্রেনটি শেষ করে থাকি যাতে করে আমাদের কাস্টমার খুশি হয় কোন কমপ্লেন না দিতে পারে।
যাইহোক এই ছিল আজকের সকালের কিছুটা ডিউটি তো বন্ধুরা আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি আল্লাহ সবার মঙ্গল করুন।