Hard work changes fate.

বিসমিল্লাহির রহমানির রহিম,
শুভ সকাল,
সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ অশেষ রহমতে আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আমি উপস্থাপনা করব ভাগ্য পরিবর্তন করতে হলে সবাইকে পরিশ্রম করতে হয় আর তার মধ্য দিয়েই ভাগ্য পরিবর্তন করা সম্ভব।

কর্মরত অবস্থায় আমার কোম্পানি থেকে উঠানো ছবি।

আমরা অনেকেই নিজেদেরকে নিজেরে মনের সাথে মনের কমপ্লেন করি যে আমার ভাগ্যে কোন কিছুই নাই সব দিক থেকে আমি হতাশ। তবে আমরা পরিশ্রমে বিশ্বাস করি না সবাই মনে করে যে পরিশ্রম ছাড়াই তার ভাগ্যকে পরিবর্তন করবে তবে এটা হয়তো বা শুধুমাত্র নাটক সিনেমায় সম্ভব দ্রুত ভাগ্য পরিবর্তন ও নিজেদের স্বাবলম্বী করতে হলে অবশ্যই কঠোর পরিশ্রম এবং পরিকল্পনা দরকার হয়।

আপনারা অনেকেই জানেন যে আমি দীর্ঘ নয় বছর যাবত মালয়েশিয়াতে প্রথম কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে দিন যাপন করি তারপরেও নিজের ভাগ্যকে সম্পূর্ণরূপে পরিবর্তন না করতে পারলেও কিছুটা পরিবর্তন করে ফেলছি অবশ্য সম্পূর্ণ ভাগ্য আল্লাহ সুবাহানাতালা হাতে তবে আমি এটা বিশ্বাস করি যে নিজের কর্ম নিজেই করতে হবে ভাগ্য লিখে রেখেছেন উপর আলা তাতে কি তাই বলে পরিশ্রম করতে মানা করি নাই।

পরিশ্রম সকল সুখের মূল মন্ত্র। কেননা পরিশ্রম ছাড়া নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া কখনোই সম্ভব নয়। পরিশ্রমের পাশাপাশি সঠিক পরিকল্পনা নিজেদেরকে একটি লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে আমি যেমন পরিমাণ পরিকল্পনা করছি বিদেশ থেকে দেশে গিয়ে একটি ব্যবসা করব নিজেই স্বাবলম্বী এবং প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছি আর এটাই হলো একটি লক্ষ্য যেটা আমার পরিষ্কারের মধ্যে দিয়েই অর্জন করতে সক্ষম হচ্ছি ধীরে ধীরে।

তো বন্ধুরা এই ছিল আমার সামান্য জ্ঞান থেকে কিছুটা পরামর্শ আবার কিছুটা সাহস এবং মনোবল শক্তির পরিকল্পনা মনোভাব থাকলে সব কাজ সহজ হয়ে যায়। তো বন্ধুরা আমার মত আপনারাও পরিশ্রম করলে নিজের ভাগ্যটা কিছুটা হলেও পরিবর্তন করতে পারবেন।

8.31182341 BEE
0 comments