Another animal captured by mobile camera.

বিসমিল্লাহির রাহমানির রাহিম,
আমার প্রিয় বন্ধুরা,
সবাইকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আপনাদের মাঝে উপস্থাপনা করব। আমার ফোনের ক্যামেরা দিয়ে উঠানো সুন্দর কিছু প্রকৃতির মাঝে প্রাণী আপনার এই প্রাণীটা অনেকেই চেনেন এটি হলো বিড়াল।

DeviceName
Androidvivo Y15
LocationMalaysia 🇲🇾🇲🇾
Short by@mdsahin111

https://w3w.co/mice.period.roofed

যাইহোক বিড়াল খুব সুন্দর একটি প্রাণী একটি সাধারণত মানুষের আশেপাশে থাকতে বেশি পছন্দ করে এরা খুব ভালো পরিবেশ ছাড়া থাকে না এরা দিনে বেশি অংশ সময় ঘুমিয়ে থাকে বিশেষ করে বর্ষার সময় বিড়াল আরো বেশি ঘুমায় যাইহোক আজ সকালে ঘুম থেকে উঠে দেখি আমার রুমের দেয়ালের উপরে খুব সুন্দরভাবে এই বেড়ালটি বসে ছিল।

আমি তার কাছে যাইতে না যেতেই আস্তে আস্তে সে উঠে দাঁড়াই এবং আমাকে দেখে ভয়ে পালাতে থাকে তবে আমি তার খুব কাছ থেকেই ছবিগুলো সংগ্রহ করছি হয়তোবা তার ঘুমটা ভেঙে যাওয়াতে আমার উপরে কিছুটা বিরক্ত তবে আমার কাছে খুব ভালো লাগছিল যে সে বিভিন্ন স্টাইলে আমার দিকে তাকিয়ে ছিল আর আমি তার ছবিগুলো খুব ভালোভাবে ক্যাপচার করতে পেরেছি।

একজন ফটোগ্রাফারের তখনই বেশি ভালো লাগে যখন যে জিনিসটা সে খুব ভালো হবে ক্যামেরা বন্দী করতে পারে আমি হয়তো বা nature observer এই সাইটে নতুন আর্টিকেল লিখতে শুরু করছি আমি বেশি অংশ সময় প্রকৃতি নিয়েই লিখতে বেশি ভালোবাসি আমি ঠিক মনে মনে এমন একটি সাইট খুঁজছিলাম আলহামদুলিল্লাহ আজ সেটা পেয়েছি।

আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই এবং বিভিন্ন জিনিসের ছবি ধারণ করি আমার নিজের সম্পর্কে আমি লিখতে আরো বেশি স্বাচ্ছন্ন বোধ করি তবে প্রকৃতির বেঁচে থাকা বিভিন্ন জিনিস আমাকে উদ্বুদ্ধ করে আপনাদের কাছে তুলে ধরার জন্য। প্রতিটা জিনিসের সৌন্দর্য ও তার মূল আকর্ষণ গুলো মানুষের মাঝে ফুটিয়ে তোলায় আমাদের মত ক্যামেরাম্যানই যথেষ্ট।

তো বন্ধুরা আমার উঠানো ছবিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

উপরে আমার মাতৃভাষায় লেখা এবং নিচে ইংলিশ ট্রান্সলেশন করে লিখছি। আমি বেশি অংশ সময় আমার মাতৃভাষায় লিখতে বেশি স্বাচ্ছন্দ বোধ করি কেননা এর ভাষাটি আমার নিজের এবং আমি এই ভাষায় বেশি পারদর্শী।

Bismillahir Rahmani Rahim, my dear friends, I will tell everyone my greetings and greetings, how are you all? I hope everyone is well and healthy, Alhamdulillah Allah is good at the mercy of Allah (SWT) and I am healthy today.

In the midst of some of the beautiful nature of my phone's camera, many of your animals know this creature. However, the cat is very nice to have a pretty pretty much like to be around humans, they are not very good at the very good environment. As soon as I did not go to him, he slowly got up and escaped to see me, but I was collecting the pictures from him very much, maybe he was a bit annoyed with me to break his sleep, but it was great to me that he was looking at me in different styles and I was able to capture his pictures very well.

A photographer feels better when the thing he can capture in the camera may or may not be writing new articles on this site. I go to different places at different times and hold pictures of different things I feel more relaxed to write about myself, but the survivors of nature are to inspire me to bring me. The beauty and the main attraction of everything is the cameraman like us when it comes to people. So guys will definitely tell me how my pics look like today, like today I am leaving here.

I am writing in my mother tongue above and writing English translation below. I feel more comfortable writing in my mother tongue for a long time because its language is my own and I am more proficient in this language.

0.02336412 BEE
0 comments