Very beautiful purple flower photography.

বিসমিল্লাহির রাহমানির রাহিম,
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
শুভ বিকাল,
সবাইকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা, আপনারা সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি বেগুনি রংয়ের কয়েকটি অপরাজিতা ফুলের ফটো করে কে নিয়ে।

আমার নিজের কাছে সবকিছু ভালো লাগে কিন্তু একটা জিনিস আমার অনেক খারাপ লাগে সেটা হল সুন্দরী জিনিসগুলো যদি কেউ এড়িয়ে যায় এবং সুন্দর জিনিসের মর্যাদা না দেয় আমাদের চারপাশে বিভিন্ন রকম প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে তার ভিতরে ফুল অন্যতম ফুলের নিজস্ব সৌন্দর্যই আমরা দেখতে পাই। যাইহোক আজকের বিষয় হল অপরাজিতা ফুলের ফটোগ্রাফি।

আজ সকালে ঘুম থেকে উঠে ফ্রেশে কাজের উদ্দেশ্যে আসছিলাম তারপর আমাদের কোম্পানিতে পৌঁছে দেখতে পেলাম যে ঠিক কোম্পানির সামনে খুব সুন্দর অপরাজিতা ফুল ফুটে রয়েছে দেখতে খুব সুন্দর লাগছিল তখনই আমি আমার পকেট থেকে ফোনটা বের করে কয়েকটি ফটোগ্রাফি কালেকশন করেন।

অপরাজিতা ফুলের নিজস্ব কোন জ্ঞান নাই তবে বেগুনিয়ার রঙের এই ফুলগুলো যখন ফুটে থাকে দেখতে ভারী সুন্দর লাগে এছাড়া এই ফুলগুলো বেশি অংশ সময়ে খুব সকালে ফোটে এবং দীর্ঘ সময় পর্যন্ত এই ফুলগুলো তাজা থাকে।

এই ফুলের বিভিন্ন রকম উপকারিতা রয়েছে যেমন এই ফুলের চা বানিয়ে খাওয়া যায় আবার এই গাছের বিভিন্ন রকম উপকারিতা আমরা দেখতে পাই তবে সবচাইতে বেশি ভালোলাগার বিষয় হলো এই ফুলগুলো লতার মত গাছের গায়ে জড়িয়ে ওঠে এবং প্রায় প্রতিটা পাতার গোড়ায় গোড়ায় এই ফুলগুলো খুটে থাকে সেগুলো দেখতে ভারী সুন্দর লাগে বাড়ির সামনে অথবা গেটের সামনে এই ফুলগুলো লাগালে বাড়ির সৌন্দর্য এবং গেটের সৌন্দর্য বৃদ্ধি পায়।

তো বন্ধুরা এই ছিল আজকের অপরাজিতা ফুলের ফটোগ্রাফি ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

0.15114266 BEE
0 comments