![]() |
---|
এই লজ্জাবতী ফুলের বৈজ্ঞানিক নাম হল Shameplant এগুলো সাধারণত পরিত্যক্ততায় জায়গায় অযত্নে বেড়ে ওঠা একটি ফুল এছাড়াও এই ফুলের অনেক ঔষধি গুনাগুন দেখা যায় এগুলো দেখতে আকারে ছোট হয় এবং এর সৌন্দর্য খুব সকালে বৃদ্ধি পায় কেননা রোধ হলেই এই ফুলগুলো খুব দ্রুতই তার সৌন্দর্য হারিয়ে ফেলে।
Device | Name |
---|---|
Android | vivo Y15 |
Location | Malaysia 🇲🇾🇲🇾 |
Short by | @mdsahin111 |
তাই এই ফুলের ফটোগ্রাফি করেছে কত হলে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে তারপর ওই ফুলের ছবি উঠাতে হয় আমি ঠিক তেমনটাই করছি গতকাল খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আমার রুমের সামনে থেকেই এই ছবিগুলো সংগ্রহ করছি।
Shameplant গাছ মূলত কাটাযুক্ত এর গায়ে ছোট ছোট অনেক কাটা রয়েছে এই গাছের গায়ে হাত দিলে গাছের পাতা লজ্জায় মুখ লুকায়। এছাড়া এর পাতা দেখতে সবুজ এবং খুবই ছোট ছোট লতার মত এগুলো বেড়ে থাকে গাছে ডালে অথবা মাটির উপরে এর বিস্তার ঘটায়।
যাইহোক আমার ফোনের ক্যামেরা দিয়ে বেশ কয়েকটি ছবি আমি উঠেছি সেগুলো আমি পর্যায়ক্রমে আপনাদের কাছে শেয়ার করছি এর ফুলের ফটোগ্রাফি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।