![]() |
---|
শনিবার সকাল সাতটা বেজে ২৫ মিনিট ঠিক এমন সময় আমি সাইকেল দিয়ে কাজে আসছিলাম মাঝ রাস্তায় সূর্য ওঠার কয়েকটি ছবি উঠিয়েছি আমার ফোনের ক্যামেরা দিয়ে আকাশ হালকা মেঘলা ছিল এই কারণেই সূর্য খুব বেশি ঝলমল করছে না।
মালয়েশিয়াতে এমন উঁচু উচু বিল্ডিং এর পাশ দিয়ে যখন সকালে সূর্য ওঠে তখন দেখতে বেশ সুন্দর লাগে আমি যেখানে দাঁড়িয়ে ছবি তুল ছি তার বিপরীত সাইটে আকাশ ছোঁয়া একটি বিল্ডিং রয়েছে এবং তার পাশে আর একটি বিল্ডিং তৈরি হচ্ছে কাজ চলছে ঠিক এমন জায়গা অনেকটা ফাঁকা আর এখান দিয়েই সূর্য উঠার দৃশ্যটা খুব সুন্দর ভাবে অনুভব করি।
আমি মাঝে মাঝে এখানটায় একটু দাঁড়িয়ে থাকি সূর্য উঠার দৃশ্যগুলো অনুভব করি ব্যস্তময় শহরে সবাই ব্যস্ত এজন্য প্রাকৃতিক সৌন্দর্য কেউ অনুভব করতে চায় না তবে যেহেতু আমি সাইকেলিং করি তাই মাঝে মাঝে সূর্য উঠা এবং সূর্য ডোবা দৃশ্যগুলো আপনাদের মাঝে উপস্থাপনা করতে পারি।
যাই হোক আজকের ছবি উঠানোর দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।