Photography of the afternoon sun from Malaysia yesterday.

বিসমিল্লাহির রাহমানির রাহিম, হ্যালো আমার প্রিয় বন্ধুরা, শুভ সন্ধ্যা,

সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আমি আপনাদের মাঝে উপস্থাপনা করব গতকাল বিকালের সূর্য অস্ত যাওয়ার মুহূর্তটুকু

আমি মালয়েশিয়াতে জব করে বাড়ি ফেরার পথে সাইকেলিং করে বাড়ি যাই আর এই জন্যই প্রাকৃতিক সৌন্দর্য অনেক কিছুই উপভোগ করতে পারে মাঝেমধ্যে সেগুলোই আমার ফোনের ক্যামেরা দিয়ে ছবি উঠায়ে আপনাদের কাছে শেয়ার করি যেমন গতকালকে বাড়ি ফেরার পথে আমি এই ছবিগুলো উঠিয়েছি।

DeviceName
Androidvivo Y15
LocationMalaysia 🇲🇾🇲🇾
Short by@mdsahin111

বিকালে আকাশ মেঘলা থাকার কারণে সূর্য পুরোপুরি গোল দেখা যাচ্ছিল মনে হচ্ছিল যে টকটকে লাল এটা আবারন আমাদের সামনে ভেসে উঠছে সূর্যকে যতটা কাছ থেকে দেখতে পারি হয়তো বা এটা আমাদের ভাগ্যের ব্যাপার কেননা সূর্য এত কাছ থেকে দেখা সম্ভব হয় না সূর্যের দিকে বেশি সময় তাকানো যায় না কেননা সূর্যর প্রচন্ড আলোর গতির কারণেই আমরা চারিদিকে চোখ দিয়ে বেশিক্ষণ তাকাতে পারি না তবে কিছু কিছু মুহূর্ত সূর্য একেবারেই নরম হয়ে যায় তখনই সূর্যের আসল সৌন্দর্যগুলো উপভোগ করতে পারি।

আশেপাশে মেঘমালার কোন সিনারি নাই তবে নীরব আকাশে দাঁড়িয়ে আছে যেন সূর্য তার শক্তি দিয়ে তার কিরণ মাটিতে পড়ছে না তবে টগবগে এক লালগোলা দাঁড়িয়ে আছে আমাদের সম্মুখে এইসব ছবিগুলো আমি উঠিয়েছি সাইকেল চালাতে চালাতে।

এবং কিছুক্ষণ দাঁড়িয়ে সূর্যের দিকে তাকিয়ে থাকলাম যেহেতু রাস্তার সাইডে প্রচুর গাড়ি চলছিল তাই বেশিক্ষণ সেখানে দাড়ায় নাই 5 মিনিট দাঁড়িয়ে আবার বাড়ির পথে রওনা দিলাম তো বন্ধুরা এই ছিল মালয়েশিয়া থেকে উঠানো সূর্যের ফটোগ্রাফি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন।

0.10148897 BEE
0 comments