(Photography of China Rose flowers using phone camera.)ফোনের ক্যামেরা ব্যবহার করে জবা ফুলের ফটোগ্রাফি।

বিসমিল্লাহির রাহমানির রাহিম

হ্যালো আমার প্রিয় বন্ধুরা, সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আপনাদের মাঝে উপস্থাপনা করব জব করি ফটোগ্রাফি।

জবা ফুল বাংলাদেশের অন্যতম একটি ফুল যা ইতিহাসের পাতায় রচিত আছে এর সৌন্দর্য অতুলনীয় এই ফুল গুলো দেখতে অসাধারণ। এই ফুলগুলি বিভিন্ন রঙের হয়ে থাকে। যেমন লাল, সাদা ,হলুদ, কমলা রং, বাদামী রং, ইত্যাদি ,তবে সবচাইতে বেশি আকর্ষণীয় হলো লাল রঙ্গের জবা।

জবাফুল বাংলাদেশ সহ আরো কয়েকটি দেশে এই ফুলের দেখা যায়। ভারত উপমহাদেশ প্রথম উৎপন্ন করে এই ফুলের ঘ্রাণ খুব একটা বেশি নাই তবুও এর ভারী সৌন্দর্যের জন্য মানুষ বেশি পছন্দ করে।

আমি কয়েকটি জবা ফুল একত্রিত করে ছবি উঠেছি প্রতিটা ছবি আমার হাতের স্পর্শ দিয়ে উঠানো হয়েছে এর ফুল গুলো মূলত আমি একটি গাছ থেকে উঠিয়ে নিয়ে আসছি ভেষজ ঔষধ বানাবো বলে। এই ফুলের পাপড়ি গ্রাইন্ডার করে মুখে লাগালে ব্রণ কালো নাস্তা দূর হয় মূলত এই জন্যই আমি এই ফুলগুলো তুলে নিয়ে আসছি।

প্রত্যেকটা ছবি আমার ফোনের ক্যামেরা দিয়ে উঠেছে ছবিগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত।

এর প্রতিটা মানুষের ফুল পছন্দ করে হাত দিয়ে ফুল স্পর্শ করতে চায় এমন কোন মানুষ নাই যে ফুল পছন্দ করে না ছোট বড় সবাই ফুলকে ভালোবাসে সবাই চাই তাদের বাড়িতে ফুলবাগান লাগাতে এবং সুবাসে নিতে।

তো বন্ধুরা আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

0.00231292 BEE
0 comments