![]() |
---|
আমরা হয়তোবা অনেকেই এই দেশি মুরগি প্রতিনিয়তায় খাবারের আইটেমে রাখি তবে সেগুলো কি আসলেই অর্গানিক এবং দেশে প্রজাতে না কোন ফারামের মুরগি। আমি যে ছবিগুলো এখানে ফোনের ক্যামেরা দিয়ে উঠেছি এগুলো সম্পূর্ণই ন্যাচারাল পরিবেশে অর্গানিকভাবে বেড়ে উঠছে।
মোরগ এবং মুরগিগুলো দেখতে এত সুন্দর লাগছে যে ছবি না তুলে পারলাম না কেননা আমরা যেসব মুরগি ফার্ম থেকে কিনে থাকে সেগুলো কেমন দেখতে হয় না তাদের চেহারা ভিন্ন থাকে।
Device | Name |
---|---|
Android | vivo Y15 |
Location | Malaysia 🇲🇾🇲🇾 https://macrostrat.org/map/loc/101.53689575/3.3093130556/#z=8 |
Short by | @mdsahin111 |
এই মুরগিগুলো সাধারণত জঙ্গলে ঘুরে বেড়ায় সারাদিন বাইরে বাইরে থাকে বাইরের খাবার খেয়ে তারা বড় হয় এগুলো বড় হতে অনেকদিন সময় লাগে তবে আমরা যখন এগুলো লালন পালন করে থাকি তখন অনেকটা যত্ন নেই। দেশি মুরগির কোলে কাছ থেকে ছবি তোলা সম্ভব নয় কেননা এদের কাছে যেতেই দৌড় মেরে অন্য জায়গায় চলে যায় এরা খুব দ্রুত উড়তে পারে এবং দৌড়াতে পারে।
তো বন্ধুরা, কে ছিল আমার আজকের দেশি মুরগির ফটোগ্রাফি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।