Green grasshopper.

বিসমিল্লাহির রাহমানির রাহিম,
হ্যালো, আমার প্রিয় বন্ধুরা,
শুভ সন্ধ্যা,
সবাইকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন আরেকটি আর্টিকেল নিয়ে উপস্থিত হয়েছি।

অনেকেই রয়েছে ফটো আমাদের মাঝে রয়েছেন ফটোগ্রাফি প্রেমিক তাদের সামনেই যেকোনো কিছু আসলেই সেগুলো খুব সুন্দরভাবে ফটোগ্রাফি করে আমাদের মাঝে উপস্থাপনা করার চেষ্টা করে আমিও তাদের ভেতরে একজন আমিও আজকে আপনাদের মাঝে সবুজ রঙের ঘাসফড়িং ফটোগ্রফি নিয়ে উপস্থিত হয়েছে।

ঘাসফড়িং মূলত বন জঙ্গলে এ গাছে ও গাছে ঘুরে বেড়াই খুব একটা বেশি লোকালয় দেখা যায় না তাই এমন ধরনের ফটোগ্রাফি করতে হলে আমাদেরকে জঙ্গলে যেতে হয় তবে আমি দুই দিন আগে আমি যেখানে কাজ করছিলাম ঠিক তার অপজিট সাইটে ছোট্ট একটি বাগানের ভেতর থেকে বেরিয়ে আসলো এই সবুজ রঙের ঘাস ফড়িংটি।

এর ইংরেজি নাম আমি জানিনা তবে আমাদের ভাষায় ঘাসফড়িং বলা হয় এরা মূলত ঘাসের উপরে ভেসে থাকে। এরা মানুষের কোন উপকারে না আসলেও কিছু কিছু সময় মানুষের রাগানো গাছপালা খেয়ে প্রাণ বাঁচায়। এই ফড়িংয়ের চোখ ঠিক কপালের ওইখানে ছোট ছোট দুইটা চোখ দিয়ে তারা সামনে দেখতে পাই অনেকটাই কপালের ওপরের অংশে চোখ দেখা যায়।

এছাড়াও এদের ছয়টি পা রয়েছে তাছাড়া এদের পাখা দিয়ে এখান থেকে ওখানে পড়ে যেতে পারে তো বন্ধুরা এই ছিল ঘাসফড়িং এর ফটোগ্রাফি আপনাদের কাছে কেমন লাগছেকমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

0.02155103 BEE
0 comments