বিসমিল্লাহির রাহমানির রাহিম,
শুভ সন্ধ্যা,
সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি। আজ আপনাদের মাঝে উপস্থাপনা করব নতুন কিছু ফটোগ্রাফি যা আগে কখনো প্রকাশ করিনি।
ফটোগ্রাফি করার মন মানসিকতা তখনই জন্মায় যখন সামনে কিছু সুন্দর দৃশ্য পড়ে আর এ থেকে নিজে ভালো লাগে ভালোলাগা থেকেই আগ্রার সৃষ্টি হয় আজকে আমি যে ফটোগ্রাফি গুলো করেছি এগুলো আকর্ষণীয় কিছু বিষয় রয়েছে।
Edited by Canva
কচুর পাতার মতো দেখতে এই গাছগুলো কিন্তু এই গাছের পাতার উপরে রঙটি অবিশ্বাস্য কিভাবে একটি গাছের পাতা সহজ থেকে মধ্যখানে লাল বর্ণের হয়ে থাকে। দেখলে যে কারণ মন কাটবে সুন্দর এই পাতাগুলো।
মাটি থেকে একটু উচ্চতায় ঝুলন্ত টপের উপরে লাগানো হয়েছে এই গাছগুলো। পাতার উপরে ঝুলছে আর একটি টক।
আকারে বেশ বড় বড় হয়ে থাকে এবং দেখতে কিছুটা কচুর পাতা আকৃতি মত এবং ছোট ও হয়ে থাকে যাত বিশেষ। ছবিগুলো একটি গার্ডেন থেকে তোলা হয়েছে।
বাড়ির সামনে টকের ভেতরে এই গাছগুলো লাগানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সারিবদ্ধ ভাবে গাছগুলো লাগানো হয়েছে।
গাছগুলোর পরিচর্যা করার জন্য ক্যামেরাতে দেখা যাচ্ছে যে পানি দেওয়ার একটি টপ এবং আরও জিনিসপত্র একটি সাইটে রয়েছে।
ফটোগ্রাফি সময় ফোনের ক্যামেরা ব্যবহার করেছে আমি নিজেই এবং পরীক্ষার ছবি রং সমযস্য রেখে আলোর ফোকাস কম বেশি করা হয়েছে সকালের মিষ্টি আলোতেই ছবিগুলো উঠিয়েছি।
Device | Name |
---|
Picture | Photography 📷📷 |
---|
•Category | Nova Caladium |
---|
•Camera Used | Handphone |
---|
•Model | vivo 15y |
---|
•Photographer | @mdsahin111 |
---|
•Location Aceh 📍🌐/ | Malaysia |
---|
Software Editing Adobe Lightroom
তো বন্ধুরা ছবি তোলার প্রতিটি অংশবিশেষ আপনাদের কাছে তুলে ধরেছি আশা করি আমার এই ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।