euphorbia hirta

বিসমিল্লাহির রাহমানির রাহিম,
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
শুভ সকাল,
সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আমি আপনাদের মাঝে উপস্থাপনা করব euphorbia hirta এই গাছ সম্পর্কে ।

DeviceName
Androidvivo Y15
LocationMalaysia 🇲🇾🇲🇾
Short by@mdsahin111

বন্ধুরা চলুন শুরু করা যাক প্রকৃতির মাঝে হানান রকম গাছ আমরা দেখতে পাই তবে সব গাছের নাম আমরা হয়তোবা জানিনা তবে কিছু কিছু গাছ আমাদের মাঝে খুব বেশি দেখা যায় সেগুলোর নাম হয়তোবা কিছুটা জানা আবার কিছুটা অজানা তবে গুগলের মধ্য দিয়ে আমরা বিভিন্ন গাছের নাম খুব সহজেই জানতে পারি।

euphorbia hirta গাছ মূলত অজান্তে বেড়ে ওঠে এগুলো সাধারণত রাস্তার সাইটের অথবা পরিত্যক্ত জমিতে খুব বেশি জন্মায় এগুলো বংশবিস্তার করে খুব দ্রুত এ ছাড়াও কৃষিক জমিতে এর বিস্তার ডাফল পরিমাণ।

euphorbia hirta‌ গাছ খুব বেশি বড় হয় না এগুলো মিডিয়াম সাইজের হয়ে থাকে এক মাটি থেকে এর উচ্চতা এক থেকে দেড় ফুট পর্যন্ত এই গাছের আটা সাদা এই গাছের পাতা সবুজ ছোট ছোট ফুল হয়ে তারপর ছোট ছোট দানা হয় এই ফলের ভিতরে।

অনেকেই এটি ঔষধে গাছ বলেও চিনে থাকেন কেননা আগেকার যুগেই দেখেছি ঔষধি গাছ গুলো মানুষ খুঁজে খুঁজে বের করত এবং বিভিন্ন গাছ-গাছালি দিয়েই ঔষধ তৈরি করত। তো বন্ধুরা এই ছিল এই গাছের আমার জানা কিছু তথ্য এবং এই গাছের সুন্দর ফটোগ্রাফি আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

0.15541855 BEE
0 comments