An unknown, magnificent 6-legged insect

(edited)

বিসমিল্লাহির রাহমানির রাহিম,
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
সবাইকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা, আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আপনাদের কাছে শেয়ার করব অসাধারণ একটি ছয় বা বিশিষ্ট পোকা এর ফটোগ্রাফি।

প্রকৃতির মাঝে রয়েছে হাজারও মাখলুকাত আমাদের জানা-অজানা দেখা ও দেখার মাঝেই লুকিয়ে রয়েছে এরা তার ভিতরেই আজকে যে ফটোগ্রাফিটা করছি এটা হল এই সৃষ্টি জগতের আরো একটি মতলুকাত আমি সঠিকভাবে জানিনা এর নাম কি গুগলে অনেকবার দেখার চেষ্টা করেছি এই জন্তুর বিভিন্ন রকম ভ্যারাইটি রয়েছে।

যাইহোক এই পোকার ছবিটা তুলেছি যখন আমি কোম্পানিতে ডিউটি করছিলাম ঠিক তখন আমি কাজের সময় দেখতে পাই যে এই পোকাটি আমাদের কাজের সাইডে উড়ে এসেছে এগুলো উড়তে পারে সেই সাথে পা দিয়ে হাঁটতে পারে ছয় পা বিশিষ্ট এই পোকা আগে আমি দেখি নাই আপনারা দেখলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

জীবজন্তু পোকামাকড় দেখলে আমরা অনেকেই ভয় পেয়ে থাকি তবে এরা হয়তোবা আহারে তাকিদাই আমাদের সামনে চলে আসে সচরাচর এগুলো খুব কম দেখা যায় কেননা এগুলো জঙ্গলের ভিতরে বেশি থাকে। যাই হোক পোকাটি দেখতে হালকা কাল তবে সাদা রঙের উপরে বসার কারণে দেখতে আরো বেশি ভালো লাগছে তার শরীরের কাঠামো সম্পূর্ণ বোঝা যাচ্ছে।

বন্ধুরা এই ছিল দারুন কিছু ফটোগ্রাফি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

0.02138326 BEE
0 comments