The last moment of the sun's descent.

বিসমিল্লাহির রহমানির রহিম,
আল্লাহর নামে শুরু করছি যিনি অশেষ দয়ালু এবং বিচার দিনের মালিক, প্রিয় বন্ধুরা সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আপনাদের মাঝে উপস্থাপনা করব সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার কিছু সুন্দর মুহূর্ত।

এই ছবিগুলো অবশ্য কয়েকদিন আগে উঠানো তবে ব্যস্ততার কারণে আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই আমি সাইকেলিং করতে বিকালে বের হয়েছিলাম ঠিক সেই সময় সূর্যের এই সুন্দর দৃশ্য আমার সামনে পড়ে দেখতে সুন্দর লাগছিল আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার দৃশ্যগুলো উপভোগ করছিলাম।

সূর্য যখন সারাদিন আমাদের আলো দেয় তখন সূর্যের দিকে তাকানো সম্ভব হয় না তবে সূর্য উঠার সময় এবং সূর্য অস্তরে যাওয়ার সময় এই দুঃসময় সূর্যের দিকে ভালোভাবে দেখা যায় আমরা জানি যে সূর্য পৃথিবী চারিদিকে ঘুরতে থাকে হয়তোবা আমাদের এই অঞ্চলে সূর্য দেখা যাচ্ছে না তবে অন্য কোন দেশে আবার উদিত হচ্ছে এভাবেই পৃথিবী চারপাশেই সূর্য ঘুরতে থাকে।

যাইহোক আমরা অনেকেই জানি যে সূর্যের রষ্ণী আমাদের শরীরের জন্য খুবই উপকারী বিশেষ করে এমন সময় সূর্যের আলো আমাদের গায়ে লাগাতে হয় তবে আমি যেহেতু রাস্তায় সাইকেলিং করছিলাম তখন আমার শরীরে সাইকেলিং করার পোশাক পরিধান করার ছিল আমি রাস্তার পাশ থেকেই এই ছবিগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠয়েছিই আমার ফোনের ক্যামেরা দিয়ে আপনাদের কাছে এই ছবিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

0.05323819 BEE
0 comments